padmabanner
akidm 5
Our Massage

সভাপতির বাণী

নামজমুল হোসেন (ফিরোজ)

“ যে জাতি যত বেশি শিক্ষিত , সে জাতি তত বেশি উন্নত । ” শিক্ষিত জাতি গড়ার প্রকৃত কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান । একজন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকেই নিয়ম – শৃংখলার শিক্ষা লাভ করে । বর্তমানে অত্র বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলার একটি অন্যতম ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিয়ম – শৃংখলা ও নিয়মিত পড়াশুনার উপর বিশেষ গুরত্বারোপ করে আসছে । আপনার / আপনাদের সন্তান গড়ে উঠুক প্রকৃত শিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসাবে । আল্লাহ সবার প্রতি সহায় হোন ।

সভাপতি

নাজমুল হোসেন (ফিরোজ)

আবিরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা

জকসিন বাজার, লক্ষ্মীপুর সদর।

সুপারের বাণী

১৯৬৫ খ্রিষ্ঠাব্দে প্রতিষ্ঠার পর থেকে সহশিক্ষা কার্যাক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে ভাল ফলাফল করতে শুরু করে। এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করায় প্রতিষ্ঠানটিতে উত্তর উত্তর ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার এক ব্যতিক্রমধর্মী সহ-শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসাবে মানুষের আশা, আকঙ্খা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে এগিয়ে যাবে চুড়ান্ত লক্ষ্যে।

সুপার

(আবদুল কুদ্দুস)

আবিরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সদর, লক্ষ্মীপুর।

সভাপতি
নামজমুল হোসেন (ফিরোজ)

নাজমুল হোসেন (ফিরোজ)

সভাপতি

আবিরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা,

লক্ষ্মীপুর সদর

সুপার
supar

আবদুল কুদ্দুস

সুপার

আবিরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা

Investment Summit
নোটিশ বোর্ড

সূবর্ণজয়ন্তী কর্নার

শিক্ষা পলিসি ও কমিশন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

ফেইজবুক পেইজ

 

Image Gallery

Previous slide
Next slide
Previous slide
Next slide

Our Goal

তথ্য প্রযুক্তির শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রতিষ্ঠানের সাধারণ ও কম্পিউটার শিক্ষার সমন্বিত শিক্ষা প্রচেষ্টার মাধ্যমে একজন ছাত্র-ছাত্রীকে আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ব সম্পন্ন ও মানবতাবোধ উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনের প্রবেশ পথকে উন্মুক্ত করতে সাহায্য করবে। প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে সত্যনিষ্ঠা, উদারতা, স্বদেশ প্রেম, মানবিক গুণাবলীর বিকাশসহ নিয়মানুবর্তিতা এবং শৃংঙ্খলার অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলে যদি সমাজ জীবনকে সুন্দর ও সমৃদ্ধতায় পূর্ণতা দান করে, সর্বোপরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সুন্দর মানসিকতাকে বিকশিত করে তখনই খুজেঁ পাবো এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা।

মুহাম্মদ সাইফুল ইসলাম

সহকারী শিক্ষক

আবিরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সদর, লক্ষ্মীপুর।

Video Gallery

Schedule a virtual tour today!

We can’t wait to meet you and your little one! get in touch for a one-on-one video tour and we’ll answer all of your questions.

Scroll to Top